ছবি: বাবেল ব্যাকপ্যাক

পেন্ডা স্থাপত্য স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা এই উদ্ভাবক। তার মতে, করোনাভাইরাসের ভয়াবহ অবস্থার মধ্যে থাকা ব্যক্তিরা এই পদ্ধতি ব্যবহার করেই নিজেকে নিরাপদ রাখতে পারবেন। কার্বন ফাইবার দ্বারা এটি তৈরি। ব্যাট উইং আকৃতির এই বাবেলটি ব্যাকপ্যাকের মত পরতে হয়।

এটি কীভাবে মানুষকে কেভিড-১৯ থেকে রক্ষা করবে এমন প্রশ্নের জবাব দেয়া হয়েছে পেন্ডা ফার্মের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। তাদের মতে, বিশেষ পদ্ধতিতে তৈরিকৃত এই বাবেল বাক্সটি ভূ-পৃষ্ঠের আল্ট্রাভায়োলেট রেডিয়েশন নেটওয়ার্কের সাহায্যে তাপ সৃষ্টি করে, অতঃপর পfরিপার্শ্বিক পরিবেশের জীবাণু এবং ভাইরাস ধ্বংস করবে। উদ্ভাবকের দেয়া প্রদত্ত তথ্যানুযায়ী ডিভাইসটি ভাঁজ করা ও স্বয়ংক্রিয়ভাবে খোলাও যাবে। 

দায়াং বলেন, ৫৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনাভাইরাস ধ্বংস হয়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর মতে, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির ছয় ফুটের মধ্যে গেলে অথবা কাশির মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। এছাড়া বিদ্যমান স্থান বা বস্তু স্পর্শ করলেও ছড়াতে পারে ভাইরাসটি।

বিশেষজ্ঞদের পরামর্শ মতে, এই ভাইরাস থেকে বাঁচতে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। তবে চ্যাং দায়াং মনে করেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তার ধারণা বাস্তবে রূপদান করা সম্ভব।

সূত্র: ফক্সনিউজ