দু’দিন পর আবারও শেয়ারবাজারে বড় দরপতন

দেশের শেয়ারবাজারে দু’দিন সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও আবারও বড় পতন হয়েছে। এর আগে টানা সাত কার্যদিবস দরপতন হয়। 

বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৭০ পয়েন্টে এবং ডিএসইর শরিয়াহ্ ১৪ পয়েন্ট কমে ১ হাজার ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপরদিকে, শেয়ারবাজর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২০ কোটি ২২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬১টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন