পঞ্চগড়ে ক্লিনিক কর্মচারীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

পঞ্চগড়ের ক্লিনিক এবং ডায়গনস্টিক সেন্টারের কর্মচারীদের বিরুদ্ধে রোগীর প্রতি অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার জেলা শহরের ইসলামবাগ এলাকার আলতাফ হোসেন রুবেল তার গর্ভবতি স্ত্রী মমতাজ বেগমকে  সিজার করার জন্য দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি করান। ওইদিন রাতে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের বাবা হন তিনি। কিন্তু সিজারের সময় তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন ক্লিনিকের কর্মচারীরা। সিজারের পর ব্যথায় কাঁতর মমতাজ বেগমের সাথে দুর্ব্যবহার করা হয়। ব্যথায় চিৎকার করার সময় ক্লিনিকের আয়া সালমা বেগম তাকে ধমক দেন। মানষিক নির্যাতন করেন। ব্যথায় কুকড়ে উঠলে ওই আয়া বলে ‘আপনি বাচ্চা নিয়েছেন কেন? ব্যথা সহ্য করতে না পারলে বাচ্চা নিতে কে বলেছে?’ এসময় অন্যান্য কর্মচারীরাও দুর্ব্যবহার করে। এছাড়া প্রয়োজনে কোনো নার্সের সহায়তা পাওয়া যায়নি। ওষুধ খাওয়ানোর দায়িত্ব নার্সদের থাকলেও সব কাজ আয়াই করে। এ নিয়ে গভীর রাতে কর্মচারীদের সাথে কথা কাটাকাটিও হয়। 

তবে কর্মচারীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে রুবেল জানান, অসুস্থ স্ত্রীকে সেবা দেয়ার জন্য আমি কয়েকজন কর্মচারীকে অনুরোধ করেও সেবা পাইনি। 
 
অভিযোগ প্রসঙ্গে দেশ ক্লিনিকের স্বত্বাধিকারী মোর্সেদ আলম সরকার জানান, কর্মচারীরা দুর্ব্যবহার করেছে সেটা কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন ছিল। আমাদের কাউকে না জানিয়ে কর্মচারীদেরকে মারধর করা হয়েছে। এ নিয়ে কর্মচারীরাও কর্মবিরতি পালন করছে। 

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম