ছবি: ভিডিও থেকে সংগৃহীত

সম্প্রতি একটি মা ঈগলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অ্যানিম্যাল ওয়ার্ল্ড টিভি তাদের ফেসবুকে ভিডিওটি পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শুরু হয় কমেন্ট ঝড়। 

ভিডিওটিতে দেখা গেছে, একটি ঈগলের ডানা দুটি বরফে ঢেকে আছে। এরপরও সে নড়াচড়া করছে না। পরে দেখা গেলো ঈগলটির ডানার নিচে কয়েকটি ডিম আগলে রেখেছে। কয়েকদিন পর ওই ঈগলকে পূর্বের জায়গায় একই অবস্থায় পাওয়া গেল। এবার তার ডানার নিচে মিলল কয়েকটি ছানা। বরফের হাত থেকে নিজের সন্তানদের বাঁচাতে এভাবেই আগলে রাখছিল মা ঈগলটি। 

শুধু তাই নয় সন্তানদের জন্য বরফের নিচে মাছ সংরক্ষণ করে রেখেছে মা ঈগলটি। এমনকি তা বেছে বেছে সন্তানদের খাওয়াচ্ছে। সন্তানদের কোনো কষ্ট দিতে নারাজ সে।

মা ঈগলের ভিডিওটি দেখতে ক্লিক করুন>>>