ঠাকুরগাঁওয়ে ভাটা শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা, আটক ১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইটভাটায় কর্মরত ট্রাক্টর শ্রমিক রিপনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে রিপনের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার সকালে রিপনের বাড়ীর পাশে একটি পাগলু গাড়িতে করে বস্তায় ভরে রিপনের মরদেহ ফেলে যায় ইটভাটার কর্মরত লোকেরা। তবে মরদেহ কে রেখে গেছিল তার কথা এখনও পরিস্কার করেনি পুলিশ। 

নিহত ট্রাক্টর শ্রমিক রিপন আলী (১৯) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নজরুল ইসলামের পুত্র। সে স্থানীয় দানেশ নামে এক ব্যক্তির ইট ভাটায় ট্রাক্টর শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত। 

ট্রাক্টর শ্রমিকের মা আনোয়ারা বেগমের অভিযোগ বৃস্পতিবার ভোরবেলা তার ছেলেকে হত্যার পর বস্তায় ভরে বাড়ির পার্শ্বে ফেলে গেছে। পরে প্রতিবেশীরা খবর দিলে রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে ডাক্তার জানায় সে অনেক আগেই মারা গেছে। এর আগে বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল রিপন। সারাদিন বাড়িতে ফিরেনি। 

নিহত রিপনের ভাই জীবন জানান, আমার ভাইকে মেরে বস্তার ভরে বাড়িতে ফেলে দেয়া হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যকাণ্ডে জড়িত সকলের বিচার দাবি করছি। 

তবে এটি হত্যাকাণ্ড নয়, সড়ক দুর্ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন ইটভাটার মালিক দানেশ আলী। তিনি জানান, বুধবার গভীর রাত্রে ট্রাক্টরের খড়ি আনার সময় সদর উপজেলার ভেলাজান নামক স্থানে প্রতিবন্ধী স্কুলের সামনে ট্রাক্টর উল্টে খড়িতে চাপা পড়ে রিপন ও আল আমিন। দুজনকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গেলে রিপন মারা যায়। তবে কোন হাসপাতালে নিয়ে গিয়েছিল তার কথা বিস্তারিত জানাতে পারেননি ইটভাটার এই মালিক। 

রিপনের মা আনেয়ারা বেগম বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টিকে ধামাচাপা দিয়ে আপোষের জন্য চাপ দিচ্ছেন। আমরা টাকা পয়সা চাই না। ছেলের মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। 

ঠাকুরগাঁও সদর থানার এএসআই হারুন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ রিপনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারকে ফেরত দিয়েছে। হেলপার আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

বিডি প্রতিদিন/হিমেল