বাংলাদেশ দলকে ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগের দিন যখন নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তখন মাইলফলকের সামনে মাশরাফি। দেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের রেকর্ডের হাতছানি। বিদায় বেলায় মাশরাফির জাতীয় দলের সতীর্থ এবং ভক্তরা মাশরাফির শেষটা জয়ে পূর্ণ হোক সেটাই চেয়েছেন।

নেতৃত্বের শেষ বেলায় কথা বলা মাশরাফির জন্য ছিল কঠিন। কিন্তু শেষ ম্যাচটায় জয় এবং সিরিজ জয়ের কারণে দলের সবাই খুশি তাই খারাপ লাগছে না বলে উল্লেখ করেন মাশরাফি।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘সময়টা খুবই কঠিন। কিন্তু দলের অন্যরা যেহেতু সিরিজটা ৩-০ ব্যবধানে জিততে পারায় খুশি তাই আমার অনুভূতিটাও ভালো। সতীর্থদের কাছ থেকে, দলের থেকে, কোচিং স্টাফদের থেকে যে সমর্থন পেয়েছি তা অসাধারণ। সামনে আমাদের বড় ম্যাচ আছে। বিশ্বকাপ আছে। আশা করছি যে দলকে নেতৃত্ব দেবে বাংলাদেশ দলকে সে পরবর্তী ধাপে নিয়ে যাবে।’

মাশরাফিকে স্মারক জার্সি। ছবি: ইউসূফ আলী

মাশরাফির নেতৃত্বের শেষ ম্যাচে লিটন দাস দুর্দান্ত ব্যাটিং করেছেন। এছাড়া তামিম ইকবাল পেয়েছেন সেঞ্চুরি। তারা তিন ম্যাচের সিরিজে দুটি করে দুর্দান্ত সেঞ্চুরি করে যৌথভাবে ম্যাচ এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। হোক না বিদায় বেলা তাই বলে দলের সেরা দুই ব্যাটসম্যানের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কিছু না বললে যেন অপূর্ণ থেকে যায়।

মাশরাফি বললেন, ‘যেভাবে লিটন ব্যাটিং করেছে অসাধারণ। তামিমও। সে কিছুটা চাপের মধ্যে ছিল। এই জয়টা আমাদের কেবল শুরু। সামনে বড় সিরিজ আসছে। আশা করছি ওরা এটা ধরে রাখবে। আমি সবসময়ই বলি মুস্তাফিজুর আমাদের চ্যাম্পিয়ন বোলার। সাইফউদ্দিন তরুণ তারকা, আশা করছি ইনজুরি থেকে সে পুরোপুরি ফিরে আসবে। ওদের হাত ধরে এমন জয় ভবিষ্যতে বারবার দেখবো আশা করছি।’