বিএসএফ প্রশিক্ষণ

তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বর্ডার গার্ডস বাংলাদেশের খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান খান

বর্ডার ম্যানেজমেন্ট (সীমান্ত ব্যবস্থাপনা) সংক্রান্ত একটি কোর্স করতে বাংলাদেশে এসেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি দল। প্রতিনিধি দলটির রয়েছেন ৭ জন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রতিনিধিদলটি ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এলে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান খান। 

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসএফ’র ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন- আইপিএস, আইজি ফ্রন্টিয়ার সাউথ বেঙ্গলের শ্রী জোগেশ বাহাদুর খোরানিয়া।

বিজিবি জানায়, রিজিওনাল পর্যায়ে বর্ডার ম্যানেজমেন্টের ৩ দিন মেয়াদী কোর্সটি ৭ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। যশোরের হোটেল আল জাবিরে কোর্সটি অনুষ্ঠিত হবে। কোর্সে সীমান্তে নারী-পুরুষ ও শিশু পাচার, মাদক চোরাচালান ও অস্ত্র পাচার সংক্রান্ত বিষয় এবং সীমান্তে যৌথ টহল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চলবে ৮ মার্চ পর্যন্ত। কোর্স শেষে প্রতিনিধি দলটি বেনাপোল হয়ে ফিরে যাবে।