সৃজিত-মিথিলা

লাল জহরকোট ও কালো পাঞ্জাবিতে সেজেছিলেন সৃজিত। আর নতুন বউমা মিথিলা সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে!

কলকাতার স্বভূমি রাজকুটির হেরিটেজ হোটেলে শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার স্বনামধন্য পরিচালক সৃজিত মুখার্জির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।

লাল জহরকোট ও কালো পাঞ্জাবিতে সেজেছিলেন সৃজিত। আর নতুন বউমা মিথিলা সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে। আটপৌড়েভাবে পরা শাড়ির সঙ্গে হাতখোঁপা। তাতে জুঁইফুলের মালা জড়ানো। নতুন বউয়ের মতোই গা ভর্তি মিনা করা সোনার গয়না। মেহেদি, অল্প মেকআপে স্নিগ্ধ মিথিলা। দেখে বোঝাই যাচ্ছিলো বিয়ের গন্ধ, প্রেম, মিষ্টি দাম্পত্যের আবেশ এখনও জড়িয়ে তাদের।

সৃজিত-মিথিলার পোশাকের দায়িত্বভার পড়েছিল ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের ওপর। নতুন দম্পতির মেয়েকেও দেখা গেছে সেখানে। তার পরনেও লাল টুকটুকে বেনারসি।

অতিথিদের তালিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলিও। সংগৃহীত

কেক কেটে বউকে খাইয়ে বউভাতের অনুষ্ঠানের শুরু হয়। রীতিমতো চাঁদের হাট বসেছিলো তাদের রিসেপশনের অনুষ্ঠানে। গার্গী রায়চৌধুরী, অর্জুন চক্রবর্তী থেকে শুরু করে অপর্ণা সেন, মাধবী মুখোপাধ্যায় কে নেই সেই অনুষ্ঠানে। অতিথিদের তালিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলিও। 

রিসেপশনের পার্টি বলে কথা, তাই মেনুতেও এলাহি ছাপ। পোলাও, ডাল মাখানি, পনির মাখানি, চিংড়ি মালাইকারি, ঠাকুরবাড়ির কষা মাংসসহ আরও অনেক কিছু। সঙ্গে মিষ্টি দই, নলেন গুড়ের কাঁচাগোল্লা।

Congratulations @rafiath_rashid @srijitspeaketh ❤️ pic.twitter.com/2pqxM1QJEA