বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন নারীকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/হিমেল