এমন অনেক খাবার আছে যা বিড়ালের জন্য বিষাক্ত
শখ করেই আদরের পোষা বিড়ালকে আমাদের পছন্দের খাবার দিয়ে থাকি অনেকেই। কিন্তু মানুষের এমন অনেক খাবার আছে যা বিড়ালের জন্য বিষাক্ত ও বিপদজনক। তাই এসব খাবার খেয়ে অনেক সময় পোষা প্রাণীটি অসুস্থ হয়ে পড়তে পারে। এমনকি থাকে মৃত্যুর সম্ভাবনাও।
তাই জেনে রাখা ভালো কোন খাবারগুলো ও জিনিসগুলো থেকে বিড়ালকে দূরে রাখা উচিৎ।
চকলেট, কফি, ক্যাফেইন
চকলেট, কফি কিংবা ক্যাফেইন জাতীয় খাবার বা পানীয়তে থাকে মিথাইলজ্যান্থিনস। এই ধরনের কিছু খেলে বিড়ালের বমি, ডায়রিয়া, অতিরিক্ত তৃষ্ণা, অস্বাভাবিক হৃদকম্পন হওয়ার সম্ভাবনা থাকে।
অ্যালকোহল
যেসব খাবার কিংবা পানীয়তে অ্যালকোহল থাকে সেসব খাবার খেলে বিডালের দেহে অতিরিক্ত রক্ত সঞ্চালন হয়। এর ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অথবা বিড়াল মারা যাওয়ার সম্ভাবনা থাকে।
আঙ্গুর ও কিসমিস
আঙ্গুর ও কিসমিস বিড়ালের কিডনির কাজ করার ক্ষমতা কমিয়ে দেয় ও কিডনিকে নষ্ট করে দেয়।
পেঁয়াজ, পেয়াজকলি ও রসুন
এগুলো বিড়ালের রক্তের কনিকা নষ্ট করে দেয়। বেশি পরিমানে খেলে বিড়ালের মৃত্যু পর্যন্ত হতে পারে।
চিনি ও লবণ
সোডিয়াম আয়ন বিড়ালের জন্য অত্যন্ত বিষাক্ত। অতিরিক্ত লবণ ডায়রিয়া ও বমির প্রকোপে বিড়ালে মারা যাওয়ার সভাবনা থাকে। অতিরিক্ত চিনি বিড়ালের ডায়াবেটিস সৃষ্টি করে ও দাঁতের ক্ষতি করে।