স্বর্ণের দণ্ড

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা এমএইচ১৯৬ ফ্লাইটে করে আসেন ওই ব্যক্তি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২.৬৫০ কেজি স্বর্ণসহ শেখ সাদি নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সোলায়মান সাইফ জানান, বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা এমএইচ১৯৬ ফ্লাইটে করে আসেন ওই ব্যক্তি।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজ শেখ সাদি নামের ওই যাত্রীকে চ্যালেঞ্জ করার পর তার শরীর তল্লাশি করে প্রায় দেড় কোটি টাকা মূল্যের  ২.৯৫০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।