দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকালে ডাচস্টেইন হিমবাহ ভ্রমণরত পাঁচ পর্যটক ভূপৃষ্ঠের প্রায় ২ হাজার ৮০০ মিটার উঁচুতে ভয়াবহ তুষারধসের মুখে পড়েন। তারা চেক প্রজাতন্ত্রের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সংস্থা বিবিসির তথ্যানুযায়ী, দক্ষিণাঞ্চলীয় ক্যারিনথিয়া অঞ্চলে আরেকটি তুষারধসে ৩৩ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তিনি প্রশিক্ষণ কাজে অংশ নিতে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় মাউন্টেইন রেসকিউ টিমের হেড অব অপারেশন্স হেরিবেত আইজে জানান, ডাশটাইন পর্বতমালা এলাকায় তুষারধসের পর নিখোঁজদের খুঁজে বের করতে সাতটি হেলিকপ্টারে করে ১০০ জন উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারির এক রাতে ডাশটাইনের আরেকটি এলাকায় রাতে তুষারধসে একটি আবাসিক হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় হোটেলটির ৬০ পর্যটক গুরুতর আহত হন।