ম্যাচের আগে তেভেজের চুমু খাওয়ার দৃশ্য

এ ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা রিভারপ্লেটের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থেকে খেলতে নামে বোকা জুনিয়র্স। প্রতিপক্ষের কোচ হিসেবে মাঠে উপস্থিত ছিলেন ম্যারাডোনা। শিরোপা জিততে চাইলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বোকার সামনে। শেষ পর্যন্ত ম্যাচের ৭২ মিনিটে গোলের দেখা পায় দলটি। জয়সূচক সেই গোল আসে তেভেজের পা থেকেই!

এই জয়ে রিভার প্লেটের চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শেষ করে বোকা। একইসঙ্গে জিতে নেয় নিজেদের ৩৪তম লিগ শিরোপাও। অবশ্য একইদিনে অ্যাথলেটিকো তুকুমানের বিপক্ষে ১-১ গোলে ড্র না করলে রিভার প্লেটই শিরোপা জিততে পারতো। 

ম্যাচ শেষে চুমুর ব্যাপারে তেভেজ বলেন, ‘আমি জানতাম আমার ডিয়েগোকে চুমু খাওয়া উচিত। এভাবেই আমার ভাগ্য খুলবে। কখনো কখনো আপনাকে সৌভাগ্যেরও খোঁজ করতে হবে!’