চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে পাকিস্তানেও। তবে জমায়েতধর্মী অনুষ্ঠান বাতিলের কারণ দেখছে না দেশটির সরকার। যে কারণে চলমান পাকিস্তান সুপার লিগের খেলা শিডিউলমতোই চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সতর্কতার অংশ হিসেবে করাচি স্টেডিয়ামের প্রবেশপথে দর্শকদের জন্য মেডিকেল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

আগামী মাসে করাচির এ মাঠেই বাংলাদেশ দলের একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা। ইতোমধ্যে করোনাভাইরাস ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে বিসিবি।

মঙ্গলবার পর্যন্ত পাকিস্তানে পাঁচজনের ভাইরাস আক্রান্তের খবর প্রকাশের পর এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ক্রিকেট মহলে। পিসিবির পক্ষ থেকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা খেলা চালিয়ে নেওয়ার কথা বলেছেন। তবে স্টেডিয়ামে ঢোকার মুখে সব দর্শককে মেডিকেল স্ক্রিনিংয়ের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে। এবং মাঠে ঢোকার পর দর্শকরা যেন হাত ধুতে পারেন, সেজন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে বলা হয়েছে।

এর আগে পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ডাক্তার কায়সার সাজ্জাদ পিসিবিকে পরামর্শ দিয়ে বলেন, ‘স্টেডিয়ামে থার্মাল স্ক্যানার বসানো উচিত।’ পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ঘটনায় দেশটির পরিস্থিতির দিকে বাংলাদেশ নজর রাখছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। বিষয়টি নিয়ে তিনি পিসিবির সঙ্গে আলাপ করবেন বলে জানান তিনি।