বাগদাদি, সেনা কুকুর

যানবাহনে গোপনে রাখা অস্ত্র ও মাদক উদ্ধার কাজে সহায়তার জন্য কুকুরটিকে বেনাপোল বিজিবি ক্যাম্পে রাখা হয়েছিল

বেনাপোলের আমড়াখালি এলাকায় বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) চেকপোস্টে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রশিক্ষণপ্রাপ্ত একটি কুকুরের মৃত্যু হয়েছে। তল্লাশি কাজে বিজিবিকে সহায়তা করতো শিলা নামের কুকুরটি।

বুধবার (৪ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির আমড়াখালি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম।

আরও পড়ুন- বাংলাদেশ সেনাবাহিনীকে ১০টি কুকুর দিলো ভারত

তিনি জানান, ডগ স্কোয়াডের ডিউটি শেষে বেনাপোল ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য পিকআপে তোলার সময় কুকুরটি হঠাৎ করে দৌড় দেয়। তখন বেনাপোল থেকে যশোরগামী একটি ট্রাক কুকুরটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সেটি।

যানবাহনে গোপনে রাখা অস্ত্র ও মাদক উদ্ধার কাজে সহায়তার জন্য কুকুরটিকে বেনাপোল বিজিবি ক্যাম্পে রাখা হয়েছিল।