চট্টগ্রাম: পটিয়ায় একটি মেলা থেকে মোহাম্মদ জামাল (৫০) নামে এক আসবাবপত্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা এলাকায় গরীব আলী শাহ মাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোলাগাঁও পুলিশ ফাঁড়ির পরিদর্শক কায়সার হামিদ।
তিনি বাংলানিউজকে বলেন, মাজারের বার্ষিক ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় আসবাবপত্রের অস্থায়ী দোকান দিয়েছিলেন মো. জামাল এবং সুজন নামে দুই ব্যক্তি। রোববার দিবাগত রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত আববাবপত্র লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় জামাল নিহত হয় এবং সুজন গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, আহত সুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত জামালের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এমএম/এসি/টিসি