মিরপুরের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। শুক্রবার মাঠে গড়াবে সিরিজের শেষ ওয়ানডে। অধিনায়ক হিসেবে ওটাই মাশরাফির শেষ ওয়ানডে।

এরপর আবার ঢাকায় ফিরবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দল। মিরপুরে হবে সিরিজের দুই টি-২০ ম্যাচ। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা ওই সিরিজের দল ঘোষণা করেছেন। দলে নতুন মুখ বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। বিপিএলে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার পেলেন ২৫ বছর বয়সী এই স্পিনার।

এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ দলে বিশেষ চমক না থাকলেও মোহাম্মদ মিঠুন দল থেকে বাদ পড়েছেন। এছাড়া রুবেল হোসেন ও নাজমুল হোসাইন শান্তকে রাখা হয়েছে টি-২০ দলের বাইরে। মিঠুন পাকিস্তানে এক ম্যা খেলে ৫ রান করেছিলেন। তবে রুবেল কোন ম্যাচ খেলেননি। শান্তকেও বাদ দেওয়া হয়েছে কোন ম্যাচ না খেলিয়ে। তিনি ঘরের মাঠে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।  

পাকিস্তান সফরে না যাওয়া মুশফিক যোগ হয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ দলে। ইনজুরি কাটিয়ে ওয়ানডে সিরিজে ফেরা সাইফউদ্দিনকেও নেওয়া হয়েছে টি-২০ দলে। আগামী ৯ মার্চ সিরিজের প্রথম এবং ১১ মার্চ মাঠে গড়াবে সিরিজের শেষ টি-২০ ম্যাচ। দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে।

বাংলাদেশ টি-২০ দল: মাহমুদুল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন, সাইফউদ্দিন, মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শাফিউল ইসলাম, আল আমিন হোসাইন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।