কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেহুলার চর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১-৪ এর কাছ থেকে তাকে আটক করে বিএসএফ। আটক আজাহার আলী (৪২) উপজেলার বেহুলার চর গ্রামের মৃত নাডু শেখের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১-৪ এর কাছে কাঁটাতারের ওপর দিয়ে গরু পারাপার করছিল। এ সময় ভারতের ঝাউডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আজাহার আলীকে ধরে নিয়ে যায় তারা।
জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ জানান, এ ব্যাপারে বিজিবি-বিএসএফের মধ্য পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, আটক ব্যক্তিকে থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।