ছবিটিতে দুই বাংলার একাধিক উল্লেখযোগ্য শিল্পী অভিনয় করবেন
গত নভেম্বরে বাংলাদেশে মুক্তি পেয়েছিল কলকাতার অভিনেতা দেব অভিনীত ছবি ‘‘পাসওয়ার্ড’’। তখনই তিনি বাংলাদেশের একটি ছবিতে অভিনয়ের করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এসব তথ্য জানিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, বাংলাদেশি ছবিতে দেবের কাজ করার বিষয়টি মোটামুটি চূড়ান্ত। নাম ‘‘মিশন সিক্সটিন’’। পরিচালনা করছেন শামিম আহমেদ। সন্ত্রাসবাদ দমনে সরকারের বিশেষ বাহিনীর অভিযান নিয়েই ছবিটির গল্প। সেখানে অ্যাকশন চরিত্রেই দেখা যাবে দেবকে।
‘‘মিশন সিক্সটিন’’ ছবিতে দেবের বিপরীতে অভিনয় করবেন জাহারা মিতু।
জানা গেছে, ছবিটিতে দুই বাংলার একাধিক উল্লেখযোগ্য শিল্পী অভিনয় করবেন। তার মধ্যে কলকাতা থেকে- রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্তের নাম শোনা যাচ্ছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।