বই

উত্তর হাঙ্গেরির ছোট্ট গ্রাম সিনপেট্রিতেই রয়েছে ১ হাজার ৪২০ কেজি ওজনের বিশ্বের সবচেয়ে বড় এ বইটি

ছবির মতো সুন্দর, সাজানো একটি ছোট্ট গ্রাম। প্রায় ৩০০ লোকের বসবাসের উত্তর হাঙ্গেরির ছোট্ট গ্রাম সিনপেট্রিতেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বইটি।

বইটি লম্বায় ৪.১৮ মিটার (প্রায় ১৪ ফুট) আর চওড়ায় ৩.৭৭ মিটার (প্রায় সাড়ে ১২ ফুট)। বইটিতে রয়েছে মোট ৩৪৬ পৃষ্ঠা বা পাতা। এটির ওজন ১ হাজার ৪২০ কেজি। আর এর এক একটি পাতা উল্টাতে অন্তত ৬ জনের সাহায্যের প্রয়োজন হয়!

উত্তর হাঙ্গেরির ছোট্ট গ্রাম সিনপেট্রির বাসিন্দা ৭১ বছরের বেলা ভার্গা ওই বইটি তৈরি করেছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য বইটির একটি ছোট সংস্করণও তৈরি করেছেন তিনি। ছোট বইটির ওজনও প্রায় ১১ কেজি।

কী রয়েছে এই বিশাল আকারের বইটিতে? বইটিতে লেখা রয়েছে এলাকার বায়ুমণ্ডল, ছড়িয়ে ছিটিয়ে থাকা গুহাগুলির কাঠামো ও অবস্থান, ভূখণ্ড সম্পর্কে অসংখ্য খুঁটিনাটি তথ্য।

বেলা জানান, শুধুমাত্র এটির আকার আকৃতির জন্যই নয়, বইটির তৈরির ক্ষেত্রে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোও বেশ আকর্ষণীয়। বইটির মলাট তৈরির জন্য আর্জেন্টিনা থেকে কাঁচা কাঠের টেবিল ও পশুর চামড়া ব্যবহার করা হয়েছে।