খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের বিরুদ্ধে শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে রোববার ঢাকা মহানগরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে আগামীকাল (রোববার) ঢাকা মহানগরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

এছাড়া বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা সদর ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ঢাকায় মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পক্ষে লড়াই করে যাচ্ছেন, গুরুতর অসুস্থ হওয়া সত্বেও গণতন্ত্র পুণরুদ্ধারের জন্য যিনি কখনোই পিছপা হননি, কিন্তু তাকে সরকারপ্রধান কোনভাবেই সহ্য করতে পারছেন না। প্রধানমন্ত্রীর লাগামছাড়া ক্রোধেরই বহিঃপ্রকাশ খালেদার জামিনে বাধা দেয়া। খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরানোই যেন প্রধানমন্ত্রীর একমাত্র উদ্দেশ্য। এ বিষয়ে শঙ্খ ঘোষের একটি কবিতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যের সঙ্গে মিলে যায় “যে মরে মরুক, অথবা জীবন/কেটে যাক শোক করে/আমি আজ জয়ী, সারাজীবন/দিয়েছি নরক করে”।

রিজভী বলেন, গ্যাসের দাম বাড়ানোর পর গত বৃহস্পতিবার সরকারের নির্দেশে বিইআরসি কর্তৃক গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণরুপে জনস্বার্থ পরিপন্থী। একই সঙ্গে আগামী এপ্রিল মাস থেকে গ্রাহকদের আগের চেয়ে ২৫ শতাংশ বেশি দাম দিয়ে ওয়াসার পানি কিনতে হবে। তবে সেই পানি বিশুদ্ধ হবে কি না তার কোন গ্যারান্টি নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১২ বছরে ১৩ বার ওয়াসারা পানির দাম বেড়েছে। এসকল গণবিরোধী সিদ্ধান্ত নিজেদের লুটপাটকে অব্যাহত রাখা এবং দেশের মানুষকে শোষণ করে কঙ্কালসার বানানোই সরকারের একমাত্র উদ্দেশ্য।