প্রথমে তার ভাই রবার্তোসহ বার্সেলোনার সাবেক মিডফিল্ডারকে জরিমানা করেই জামিন দেয়ার কথা শোনা যাচ্ছিল। তবে পরবর্তীতে তাদের ছয় মাসের জেল দেয়া হয়। আদালতে নিজেদের গৃহবন্দি রাখার আবেদন করলেও সে আবেদন প্রত্যাখ্যান করে বিচারক ক্লারা রুইজ ডায়াজ।
এদিকে ২০০২ সালের বিশ্বকাপ জয়ীকে পেয়ে কারা কর্তৃপক্ষ যেনো খুশিই হয়েছে। ক্রীড়াবিষয়ক জনপ্রিয় পোর্টাল স্পোর্টস বাইবেলের সুত্রানুসারে জানা যায়, খুব শীঘ্রই একটি ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। ফুটবলের এই ইনডোর টুর্নামেন্টটি আগামী সোমবার থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।
দশ দলের এই টুর্নামেন্টে মোট ১৯৪ জন ফুটবলার অংশগ্রহণ করবে। সাধারণত প্রতি ছয় মাস পর কারাবন্দীদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনে করা হয়। তবে রোনালদিনহোর কারণে এবারের টুর্নামেন্ট এগিয়ে নেয়া হয়েছে।