বিয়ের পরের দিন বরসহ নিজেদের মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল কনে পক্ষের লোকজন। পথিমধ্যে ৪০ জন যাত্রী নিয়ে নৌকাদুটি ডুবে যায়
রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে পদ্মা নদীতে দুইটি নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩৪জন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, চর খিদিরপুর থেকে বিয়ের পরের দিন বরসহ নিজেদের মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল কনে পক্ষের লোকজন। পথিমধ্যে পদ্মা নদীর শ্রীরামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ দমকা হাওয়ায় ৪০ জন যাত্রী নিয়ে নৌকাদুটি ডুবে যায়। এসময় এতে ছয়জন সাঁতারে পাড়ে উঠে আসে। তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, “নিখোঁজদের উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নৌকা ডুবির ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে নগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার ৬ বছরের শিশু মরিয়াম মারা যায়। এছাড়া বসুয়া এলাকার বুলু (৩০), নাসরিন (৩৫), শ্রীরামপুর এলাকার খাদেমুল (৩৫) ও রাতুল (১৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য আরেকজন সুস্থ আছেন।