সিলেটের গোয়াইনঘাটে আকস্মিক বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দি এলাকার আনফরের ভাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে নূর মিয়া ও নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের ইসরাইল আলীর ছেলে শরীফ উদ্দিন উরফে ময়না মিয়া।
আহতরা হলেন- নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের আব্দুস সালামের ছেলে আমির উদ্দিন ও আব্দুল গফুরের ছেলে জামাল উদ্দিন।
স্থানীয়রা জানায়, হতাহতরা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। স্থানীয় কুপার বাজারে ব্যবসায়ীক কাজ শেষে ভোরে বাড়ি ফিরছিলেন তারা। পথে বৃষ্টিপাত শুরু হলে তারা আনফরের ভাঙ্গা নামক এলাকায় পরিত্যক্ত একটি ঝুপড়ি ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নূর মিয়া ও ময়না মিয়া মারা যান এবং আমির উদ্দিন ও জামাল উদ্দিন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত দুই ব্যক্তির পরিবারকে বিশ হাজার টাকা করে এবং আহত দুই জনের চিকিৎসার জন্য আরও দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।