তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্ত থেকে আজহার আলী (৪২) নামে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার বাড়ি উপজেলার বেহুলার চর গ্রামে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ভারতের ঝাউডাঙা এলাকায় দায়িত্বরত বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১-এর কাছ থেকে আজাহারকে ধরে নিয়ে যায়।
জামালপুর বিজিবি (৩৫ ব্যাটালিয়ন) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আজাহারসহ ১৫-২০ জন গরু চোরাকারবারি উপজেলার সদর ইউনিয়নের মোল্লারচর সীমান্ত দিয়ে কাঁটাতারে মই লাগিয়ে ভারত থেকে গরু আনছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে ভারতের ঝাউডাঙা এলাকায় দায়িত্বরত বিএসএফ সদস্যরা। এতে আজাহারের সঙ্গীরা পালিয়ে গেলেও মইয়ের ওপরে থাকায় তিনি বিএসএফ-এর হাতে ধরা পড়েন।
লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ বলেন, “বাংলাদেশি নাগরিক আটকের বিষয়ে বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।”