ঝিনাইদহ ধর্ষণ

গত রবিবার এক স্বজনকে ধর্ষণের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করেছিলেন বাদী

ঝিনাইদহে একটি ধর্ষণচেষ্টা মামলার বাদীপক্ষের মারধরে আসামির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আহাদ আলী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার কুলবাড়ীয়া বাজারে ঘটনাটি ঘটে। নিহত আহাদ ওই গ্রামেরই বাসিন্দা।

নিহতের বোন জামেনা খাতুনের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাজার থেকে তার ভাইকে ধরে একটি কলাবাগানে নিয়ে মারধর করেন প্রতিবেশী নিছার উদ্দিন ও তার সহযোগীরা। অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে পুলিশে সোপর্দ করে। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহাদ আলীকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, আহাদ আলীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত রবিবার এক স্বজনকে ধর্ষণের অভিযোগ এনে আহাদের বিরুদ্ধে মামলা করেছিলেন নিছার। তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন আহাদ।