নিজের মোটরসাইকেল না থাকায় বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকা তাকে রীতিমতো বকাঝকা করেন
মোটরসাইকেল না থাকায় রীতিমতো প্রেমিকার ভর্ৎসনার শিকার হতে হয়েছিল তাকে। অবশেষে প্রিয়তমাকে চমকে দিতেই একে একে আটটি মোটরসাইকেল চুরি করেন ললিত নামের ওই যুবক।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিজের মোটরসাইকেল না থাকায় বিশ্ব ভালোবাসা দিবসে ললিতের প্রেমিকা তাকে রীতিমতো বকাঝকা করেন। বিষয়টিতে যথেষ্ট মনক্ষুঃণ্ণ হন তিনি। তাই এক ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় মোটরসাইকেল চুরি করে প্রেমিকার মন জয়ের চেষ্টায় নামেন ললিত। পরিকল্পনা ছিল একটি নয়, একাধিক দামি মোটরসাইকেল চুরি করবেন তারা।
পরিকল্পনা অনুযায়ীই চলছিল সব। দুই বন্ধু মিলে কয়েকটি দামি মোটরসাইকেল চুরি করতেও সমর্থ হন। কিন্তু কিছুদিন যেতেই বিষয়টি নজরে আসে পুলিশের। শেষ পর্যন্ত পুলিশের পাতা ফাঁদেই ধরা পড়েন তারা।
গত শনিবার (৭ মার্চ) ললিত ও তার বন্ধু শাহিদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
দিল্লির বিভিন্ন এলাকা থেকে আটটি মোটরসাইকেল চুরি করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে দুই বন্ধু। কারণ হিসেবে জানিয়েছে ভর্ৎসনার পর প্রেমিকার মন জয় করার কথা।