ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে কনের বাড়িতে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে বরসহ ৯ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জের পাগলা এলাকার আব্বাছ উদ্দিন খান (৫০), তার ছেলে হবু বর ইমন খান (২৭), ইমনের মা আছমা বেগম (৫০), বোন সুমনা বেগম (৩০), রাব্বি (২৪), মহসিন (৩০), রাজিব (২৮) ও বরিশালের চাদপাড়া এলাকার আসমা আক্তারের (৩০) নাম জানা গেছে। অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি। আহত চার জন হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার নাদিম মাহমুদ, রফিকুল ইসলাম, আবুল হোসেন ও শিশু খাদিজা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মাইক্রোবাসের যাত্রীরা বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে পাত্রী দেখার জন্য সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। পথে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বরসহ ৮ জন নিহত এবং চালকসহ ৫ জন আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক মো. কামরুল হাসান, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, গোপলার বাজার তদন্তকেন্দ্রের পুলিশ, শেরপুর হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় এবং লাশগুলো উদ্ধার করে। 

আহত রফিকুল ইসলাম জানান, তার কাতার প্রবাসী শ্যালক ইমন সম্প্রতি প্রেমিকাকে বিয়ে করার জন্য দেশ আসে। হবুবধূকে আংটি পরাতে তারা সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়লে ইমন ও তার পরিবারের লোকজনসহ ৯ জন মারা যায়। দুর্ঘটনার সময় সবাই গাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানান তিনি