বড়পর্দায় তো বটেও, এবার বাস্তবে হিরোগিরি দেখালেন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা অক্ষয় কুমার। সমাজের পিছিয়ে পড়া কয়েকজন হিজড়া মানুষের পাশে দাঁড়িয়ে এবার আলোচনায় এলেন তিনি। 

এনডিটিভির প্রতিবেদন বলছে, ঘর করার জন্য হিজড়াদের প্রায় ১.৫ কোটি রুপি অনুদান দিলেন অক্ষয় কুমার। ‘লক্ষ্মী বম্ব’-এর পরিচালক রাঘব লরেন্সের উদ্যোগেই এই পথ চলার শুরু, সেই পথেই অক্ষয়কে পাশে পেলেন রাঘব।

রাঘব লরেন্সের স্বেচ্ছাসেবী সংঘের প্রয়াসকে স্বাগত জানাতে পাশে দাড়ালেন খিলাড়ি। পাশাপাশি ৫২ বছর বয়সী অভিনেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানাতে ভোলেন নি লরেন্স। বলেন, তাকেও অক্ষয় এমন ভালো কাজে যুক্ত করার জন্য গর্ব বোধ করছেন।খুব শিগগিরই মুক্তি পাবে অক্ষয় কুমার-রাঘব লরেন্সের ‘লক্ষ্মী বম্ব’।

পাশাপাশি মুক্তি পেয়েছে  অক্ষয় কুমারের আরেকটি ছবি ‘সূর্যবংশী’র এর ট্রেলার। এই ছবি নিয়েও ভক্তরা যথেষ্ট উত্তেজিত। এখানে অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। রোহিত শেঠি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ মার্চ।