সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা প্রত্যাহার না হলে পিরোজপুর অচল করে দেওয়ার হুমকি দিয়েছে আউয়াল সমর্থক নেতাকর্মীরা। বৃহস্পতিবার তারা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয়।

বেলা ১১টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিও অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, অ্যাডভোকেট জাকির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুমন সিকদার, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু, সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, ফযসাল মাহাবুব শুভ প্রমুখ।

সমাবেশে বক্তারা একেএমএ আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে অবিলম্বে তা প্রতাহারের দাবি জানান। না হলে পিরোজপুর শহরসহ পুরো জেলা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। তারা বলেন, পিরোজপুরের রাজনীতিতে আউয়াল পরিবার, খলিফা পরিবার ছাড়া বিকল্প নেই। তারা গত ৩৫ বছর ধরে পিরোজপুরের মাটিতে রাজনীতি করে আসছেন। তাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে পার পাবে না। সব ষড়যন্ত্রকারীকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

এদিকে আউয়াল সমর্থকদের শোডাউনকে কেন্দ্র করে বৃহস্পতিবার শহরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা হয়। ক্লাব রোড, সদর রোড, সিও অফিস মোড় এলাকায় সৃষ্টি হয় যানজট।

দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা তিনটি মামলায় গত মঙ্গলবার পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। এর কয়েক ঘণ্টার মধ্যে আইন মন্ত্রণালয় থেকে আব্দুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ করা হয়। পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনের আদালত বিকেলে সস্ত্রীক আউয়ালের জামিন মঞ্জুর করেন।

আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ: আইনজীবীদের সঙ্গে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানের অশালীন আচরণ এবং আইনমন্ত্রী আনিসুল হকের পদত্যাগ চেয়ে বিএনপি যে বিবৃতি দিয়েছে, তার প্রতিবাদে সমাবেশ করেছেন জেলার আইনজীবীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ প্রতিবাদ সমাবেশ করে জেলা আইনজীবী সমিতি। এ সময় তারা জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানের বিরুদ্ধে জামিন বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ আনেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হক খান পান্না, সাবেক সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, অ্যাডভোকেট মোস্তাফা কামাল প্রমুখ। এদিকে জেলা জজ আব্দুল মান্নানকে প্রত্যাহারের পরও তিনি পিরোজপুর না ছাড়ায় আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করছেন।