বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান আইনসভা বিশেষ সম্মান জানাবে।

আগামী ১০ মার্চ সকাল ১০টায় মিশিগানের সংসদ ভবনে এক সরকারি সাংসদীয় রেজ্যুলেশনের মাধ্যমে এই সম্মান জানানো হবে।

গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ডা. মো. রাব্বী আলমকে পাঠানো মিশিগান স্টেট সিনেটর পল ওজনো এবং মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ লোরি স্টোন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার এবং মিশিগান লেফটেন্যান্ট গভর্নরও এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং  ড. আলম এই অনুষ্ঠান আয়োজনে কঠোর পরিশ্রম করছেন।

যোগাযোগ করা হলে ড. রাব্বী আলম জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিভিন্ন স্টেট থেকে ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেত্রবৃন্দ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংঠনের নেত্রবৃন্দও মিশিগানের রাজধানী ল্যান্সিংয়ের পার্লামেন্টে যোগ দেবেন।

বাংলাদেশ দূতাবাসের কনস্যাল মিনিষ্টার হাবিবুর রহমান রাষ্ট্রদূতের বিশেষ প্রতিনিধি হিসেবে মিশিগানের সংসদের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেব অংশ নেবেন।

ড. আলম বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জন পালনে সকলের প্রতি আহবান জানিয়েছেন।