শেষের পর্যায়ে নতুন ছবি ‘সিক্রেট এজেন্টে’ এর শুটিং। আর চারদিন করলেই ছবিটির শুটিং শেষ হবে বলে জানালেন পরিচালক সাফি উদ্দিন সাফি । ছবিটিতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন নবাগত উষ্ণ।

গত ২৭ জানুয়ারি থেকে ঢাকার লোকেশনে শুটিং শুরু হয় ছবিটির। মাস খানেক টানা শুটিংয়ের পর পরিচালক জানালেন শুটিং শেষ হওয়ার খবর। 

পরিচালক সাফি জানান, ‘এটি একটি অ্যাকশন থ্রিলার গল্পের ছবি। এখানে পুলিশের এজেন্ট হিসেবে দেখা যাবে বাপ্পীকে। বাপ্পীর প্রেমিকা উষ্ণ। আমাদের শুটিং প্রায় শেষের পর্যায়ে। তিন থেকে চারদিন করলেই আনুষ্ঠানিকভাবে ‘সিক্রেট এজেন্ট’র ক্যামেরা ক্লোজ হবে।’

ঢাকা, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ছবিটির। ছবিটি নিয়ে বাপ্পি বলেন, ‘বলা যায় শুটিং শেষ। কিছু প্যাসওয়ার্ক আছে সেগুলোই করতে হবে কেবল। তাহলেই সিক্রেট এজেন্ট এডিটিংয়ে বসতে পারবে। আশা করছি সুন্দর একটি অ্যাকশন ফিল্ম দেখতে পারবেন দর্শক।’

ঢালিউডে উষ্ণ একজন নবাগত। বাপ্পীর বিপরীতে অভিনয়ে উচ্ছ্বসিত এই নবাগতা বলেন, ‘বাপ্পী চৌধুরীর অনেক ছবি আমি দেখেছি। তিনি আমার প্রিয় নায়ক। এখন তাঁর বিপরীতেই অভিনয়ের সুযোগ পেয়েছি। খুশি আমি। আশা করছি দর্শক আমাদের জুটিকে ভালোভাবেই গ্রহণ করবেন।’

বাপ্পি ও উষ্ণ ছাড়াও ছবিটিতে পুলিশ কমিশনার হিসেবে অভিনয় করছেন বাপ্পরাজ। আরও আছেন গাজী রাকায়েত ও তাসকিন রহমান। ছবিটি দুই ঈদের মাঝামাঝি কোন সময়ে মুক্তি পাবে বলে জানান পরিচালক।

চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি পরিচালিত প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৩ সালে। মান্না-পূর্ণিমা অভিনীত সেই ছবির নাম ‘গাদ্দারী’। এরপর ‘তোমার জন্য মরতে পারি’, ‘ও সাথী রে’, ‘মেশিনম্যান’, ‘ঢাকার কিং’, ‘হানিমুন’, ‘ভালোবাসা এক্সপ্রেস’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘ব্ল্যাকমানি’সহ এ পর্যন্ত মোট ২৪টি ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। সবশেষ ২০১৭ সালে সাফি উদ্দিন সাফির পরিচালনায় ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অভিনীত ‘মিসড কল’ ছবিটি মুক্তি পায়।