করোনাভাইরাস

বাংলাদেশসহ বিশ্বের ১৩২টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটার্সের (https://www.worldometers.info/coronavirus/) দেওয়া সর্বশেষ তথ্যানুসারে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টা পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার ১১৭ জনের মৃত্যু হয়ছে।

এ ছাড়া এ রোগে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৩৯ হাজার ৩৬৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭০ হাজার ৭২৯ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ৬৩ হাজার ৫১০ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১৩২টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বুধবার “বৈশ্বিক মহামারি” হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এটিই ভারতে করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগে প্রথম মৃত্যু বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীতে বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। অন্যদিকে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং বাড়ি ফিরে গেছেন, অপর একজন চিকিৎসাধীন।