গোপালগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে গোলাম মওলা কাজী (২৮) নামে এক যুবককে তার খালাতো ভাই ও সহযোগীরা দু’হাতের রগ কেটে এবং কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ঘোষেরচর উত্তরপাড়া লেকপাড়ে এই ঘটনা ঘটে।
নিহত মওলা কাজী ঘোষেরচর উত্তরপাড়া কলাবাগান এলাকার মৃত আব্দুল মান্নান কাজীর (মুন্নু কাজী) ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মওলা কাজীর সঙ্গে তারই আপন খালাতো ভাই সাদেক খা ও আলামিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে মওলা কাজীকে তার বাড়ি থেকে লেক পাড়ে ডেকে নিয়ে যান সাদেক ও আলামিন। এরপর সেখানে তারা ও তাদের কয়েক সহযোগী মিলে মওলা কাজীকে দু’হাতের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে সংকটজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, রনির লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। রনির বিরুদ্ধে মারপিট, চুরি ও মাদকদ্রব্য আইনে ১০টি মামলা রয়েছে। এছাড়া প্রতিপক্ষের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা বলা যাচ্ছে না। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।