প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫৪ হাজারের বেশি কারাবন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান।

দেশটিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার মধ্যে কর্তৃপক্ষ মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইল সাংবাদিকদের জানান, পরীক্ষায় এই ব্যক্তিদের কারো শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়া জামিনে সাময়িকভাবে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

তবে পাঁচ বছরের বেশি মেয়াদের দণ্ডাদেশপ্রাপ্তরা এই মুক্তির আওতায় নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনার সংক্রমণে দেশটিতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যাও। ইরানে মঙ্গলবার পর্যন্ত সবমিলিয়ে এই ভাইরাসে মারা গেছেন ৭৭ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩৬ জনে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে অর্ধশতাধিক দেশে। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত সবমিলিয়ে সারাবিশ্বে প্রাণ হারিয়েছেন ৩১১০ জন। এতে সংক্রমিত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ।