বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না। নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জনগণের আস্থা নেই। সিটি নির্বাচনের মাধ্যমে জনগণ তা জানিয়ে দিয়েছে।
শুক্রবার রাজধানীর বাংলামটর এলাকায় একটি ভবনে নির্বাচন-উত্তর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘সিটি নির্বাচনে সরকারি হিসাবে ২৫ শতাংশ ভোট পড়েছে। কিন্তু আমরা সবাই জানি ১০ শতাংশের বেশি ভোট পড়েনি। এ ভোট নিয়ে রাজধানীতে তাদের মেয়রের দায়িত্ব পালন করার নৈতিক অধিকার বা শক্তি নেই। এভাবে নির্বাচন ব্যবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ অবস্থা হবে।’
বিএনপির ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি বজলুল বাসিত আঞ্জুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু ও আব্দুল আউয়াল মিন্টু।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ঢাকা-১০ আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য সোহরাব হোসেন, সেলিম রেজা হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।