দর্পণ ডেস্ক : ভারতের নতুন এলাকা দখল করেছে চীন। গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় পিপি-১৪’তে চীনা সেনারা অবকাঠামো তৈরি করতে গেলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভারতীয় সেনাবাহিনীর ২০ সেনা নিহত হয়।
লাদাখের যে পেট্রোলিং পয়েন্ট (পিপি)-১৪’কে ঘিরে ভারতের ২০ সেনা নিহত হয়েছে সেই এলাকাসহ আশপাশের এলাকা চীনা সেনারা দখল নিয়েছে। এর ফলে ভারতীয় সেনাবাহিনী কয়েক’শ বর্গকিলোমিটার এলাকায় নজরদারি করতে পারছে না।
জানা যায়, পয়েন্ট ১৪’সহ গোটা এলাকায় চীনা সেনার উপস্থিতির কারণে পেট্রোলিং পয়েন্ট ১০, ১১, ১১এ, ১২ এবং ১৩’তে পৌঁছাতে পারছে না ভারতীয় সেনারা। আনন্দবাজার।
এদিকে, দু’দিনের সফর শেষে দিল্লি ফিরে আজ শনিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কাছে সীমান্ত পরিস্থিতি ব্যাখ্যা করেন দেশটির সেনাপ্রধান এম এম নরবণে। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাজনাথের।
চীনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্রিও বলেন, ‘পূর্ব লাদাখে সমস্যা মেটানোর পথ একটাই। বেইজিংকে বুঝতে হবে স্থিতাবস্থা বদলের চেষ্টা হলে তার ফলও ভুগতে হবে। ভারতীয় বাহিনীর স্বাভাবিক টহলদারির পথে বাধা দেওয়া বন্ধ হলেই সমস্যা মেটানোর পথে হাঁটা সম্ভব।’