দর্পণ ডেস্ক : নোয়াখালীতে শিক্ষকদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছে দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতি। দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি মাওলানা আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা এনায়েত উল্যাহ, প্রচার সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম মারুফ ও মাওলানা মোহাম্মদ ইউনুছসহ অনেকে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা ।