দর্পণ ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ড্রাফটে ছিলেন ১৮ বাংলাদেশি ক্রিকেটার। সোমবার ৬ দলের স্কোয়াড চূড়ান্ত হলেও দল পাননি বাংলাদেশের কেউ।

ড্রাফট থেকে নিজেদের পছন্দ মতো খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে ভার্চুয়ালি। দল পেয়েছেন রশিদ খান, মার্কাস স্টয়নিস, রস টেলর ও প্রবীন তাম্বের মতো বুড়ো ক্রিকেটার। এবারের আসরে প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটার হিসেবে সিপিএল খেলতে যাচ্ছেন ৪৮ বছর বয়সী তাম্বে। তাকে নিয়েছে ত্রিনিবাগো নাইট রাইডার্স। যার যৌথ মালিকানা রয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের।

ড্রাফট থেকে সবচেয়ে বেশি দামে ভিড়েছেন তিন ক্রিকেটার। এরা হলেন- মোহাম্মদ নবী, সন্দীপ লামিচানে ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বেন ডাঙ্ক। তাদের তিনজনকেই কেনা হয়েছে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে।

ড্রাফটে প্রথম ডাক আসে আফগান তারকা নবীর। তিনি ২০১৭ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছিলেন। এবার তাকে লুফে নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। অজি ওপেনার ক্রিস লিনকে চুক্তিবদ্ধ করেছে সেন্ট কিটস। আফগান লেগি রশিদকে নিয়েছে চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস। প্রোটিয়া তারকা রাইলি রুশোকে নিয়েছে জুকস।
নবী মূলত ক্রিস গেইলের শূন্য স্থান পূরণ করবেন। গেইল এবার ব্যক্তিগত কারণে খেলছেন না। গত মৌসুমে ট্রাইডেন্টসের হয়ে খেলা লামিচানে এবার খেলবেন জ্যামাইকা তালাওয়াহসে।
ড্রাফট থেকে দল পাওয়া একমাত্র ইংলিশ ক্রিকেটার হচ্ছেন অ্যালেক্স হেলস। তাকে ৭০ হাজার ডলারে রেখে দিয়েছে চ্যাম্পিয়ন ট্রাইডেন্টস।
অবিক্রিত থেকেছেন ইংল্যান্ডের ব্যাটিং সেনসেশন টম ব্যান্টন ও অধিনায়ক ইয়ন মরগান। একই দশা হয়েছে শহীদ আফ্রিদিরও।
করোনাকালে সিপিএল শুরু হবে ১৮ আগস্ট। দর্শকহীন স্টেডিয়ামে টুর্নামেন্ট চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

একনজরে ছয় ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড

ত্রিনবাগো নাইট রাইডার্স

ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, সুনিল নারাইন, কলিন মুনরো, ফাওয়াদ আহমেদ, ড্যারেন ব্রাভো, লিন্ডল সিমন্স, খ্যারি পিয়েরে, টিম সেইফার্ট, সিকান্দার রাজা, অ্যান্ডারসন ফিলিপ, প্রাভীন তাম্বে, জ্যাডন সিয়ারলেস, আমির জাঙ্গু, টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেন এবং আলি খান।

সেইন্ট লুসিয়া জুকস

রাইলি রুশো, মোহাম্মদ নবি, ড্যারেন স্যামি, কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, এনরিক নর্তিয়ে, শেমার হোল্ডার, ওবেড ম্যাকয়, রাখিম কর্ণওয়াল, মার্ক ডেল, নূর আহমাদ, কিমানি মেলিয়াস, লেনিকো বাউচার, কাভেম হজ, জাভেল গ্লেন এবং সাদ বিন জাফর।

সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস : ক্রিস লিন, বেন ডাঙ্ক, এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন, রসি ভ্যান ডুসেন, সোহেল তানভীর, ইশ সোধি, শেলডন কটরেল, দিনেশ রামদিন, রায়াদ এমরিট, ডেনিস বুলি, আলযারি জোসেফ, জশুয়া সিলভা, ডমিনিক ড্রেকস, কলিন আর্চিলবাল্ড, জন রাস জাগেসার এবং সানি সোহেল।

গায়ানা আমাজন ওয়ারিয়র্স : ইমরান তাহির, নিকোলাস পুরান, ব্রেন্ডন কিং, রস টেলর, শিমরন হেটমায়ার, ক্রিস গ্রিন, কায়েস আহমেদ, কেমো পাল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, নাভিন উল হক, চন্দরপল হেমরাজ, কেভিন সিনক্লেয়ার, আশমিড নেড, ওডিয়ান স্মিথ, অ্যান্থনি ব্রেম্বল এবং জেসি সিং।

বার্বাডোজ ট্রাইডেন্টস : রশিদ খান, জেসন হোল্ডার, মার্কাস স্টয়নিস, হ্যারি গার্নি, অ্যালেক্স হেলস, জনসন চার্লস, শেই হোপ, হেইডেন ওয়ালশ জুনিয়র, অ্যাশলে নার্স, জোনাথন কার্টার, রেয়মন রেইফার, কাইল মায়েস, জশুয়া বিশপ, নিম ইয়ং, জাস্টিন গ্রেবস, রহমানউল্লাহ গুরবাজ এবং শায়ান জায়াঙ্গির।

জ্যামাইকা তালাওয়াজ : আন্দ্রে রাসেল, সন্দ্বীপ লামিচানে, কার্লোস ব্রাথওয়েট, রোভম্যান পাওয়েল, তাবরাইজ শামসি, গ্লেন ফিলিপস, চ্যাডউইক ওয়ালটন, ওশান থমাস, আসিফ আলি, ফিদেল এডওয়ার্ডস, প্রিস্টন ম্যাকসুইন, আন্দ্রে ম্যাকার্থি, নিকোলাস কির্টন, জেভর রয়্যাল, এনক্রুমা বোনার, ভিরাসামি পারমল এবং রায়ান পারসৌ।