অনলাইন ডেস্ক : এবার প্রস্তাবিত বাজেটে পুলিশ, বিজিবি, আনসার ও কোস্টগার্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার ব্যয় খাত ও কর্মসূচির মধ্যে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগের জন্য ২০১৮-১৯ অর্থবছরে ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৪২৬ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা উন্নয়নের মাধ্যমে দেশের সব নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই এ বাজেটের মূল উদ্দেশ্য।
প্রধান কার্যাবলির মধ্যে রয়েছে, সন্ত্রাস দমন, গোয়েন্দা কার্যক্রম শক্তিশালীকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রম, জঙ্গিবাদ দমনে সামাজিক সচেনতা বৃদ্ধিকরণ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্মিলিত ও সমন্বিত কার্যক্রম গ্রহণ, যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা বিধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের সঙ্গে লিয়াজোঁ রক্ষা ও চুক্তি সম্পাদন করা।
বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি ও কোস্টগার্ডের কর্মদক্ষতা ও সক্ষমতা বাড়াতে বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার খাতের মধ্যে রাখা হয়েছে। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এসব বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মানব ও মাদক পাচার রোধের জন্য বিজিবির পুনর্গঠনকে দ্বিতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কারা অধিদফতর ও বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের জন্য এবারের বাজেটে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৩৫০ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা। উন্নত সেবা দেওয়ার মাধ্যমে জনগণের সুরক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য বাজেটে এ অর্থ বরাদ্দ রাখা হয়েছে।