দর্পণ ডেস্ক : আলোচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত আমির আল্লামা শফীর উত্তরসূরি হিসেবে বেছে নেয়া হয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা নূর হোসাইন কাসেমী। সারাদেশের কাউন্সিলরদের ভোটে আমির ও মহাসচিব নির্বাচিত হন।

আজ রবিবার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় এই অরাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, শনিবার হেফাজতে ইসলামের কাউন্সিল বন্ধ ও আল্লামা আহমদ শফীর মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলামের একটি অংশ।