অনলাইন ডেস্ক : ভারতের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গঙ্গাপুর গ্রামে শুক্রবার স্ত্রীর সামনে স্বামীকে কুমিরে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়- প্রতিদিনের মতো শুক্রবারও নদীতে মাছ ধরতে যান গঙ্গাপুর গ্রামের ঝড়েশ্বর মণ্ডল (৫৫) ও তার স্ত্রী প্রতিমা দেবী। কিছুক্ষণ মাছ ধরার পর সেই মাছ স্ত্রীকে পুকুরে ছেড়ে আসতে বলেন ঝড়েশ্বর। প্রতিমা দেবী মাছ ছেড়ে ফিরে আর স্বামীকে দেখতে পাননি। পরে খেয়াল করেন মাঝ নদীতে ভাসছে ঝড়েশ্বরের গামছা। আর কুমিরের আক্রমণ থেকে বাঁচতে লড়ে যাচ্ছেন তিনি।

সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের ডেকে নিয়ে আনেন প্রতিমাদেবী। তবে ততক্ষণে ঝড়েশ্বরকে টেনে নিয়ে যায় কুমিরটি। তাকে উদ্ধার করতে নৌকা নিয়ে নদীতে নামেন স্থানীয়রা। কিন্তু ঝড়েশ্বরের কোনো খোঁজ মেলেনি।