পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় বাবার কাছে হাত খরচের টাকা চেয়ে না পেয়ে ছেলে সোহাগ বেপারী (২২) অভিমান করে মায়ের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে আলীপুর মৎস্যবন্দর’র নিজ বাসার ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সোহাগ। নিহত সোহাগ আলীপুর বন্দরের বাসিন্দা আনোয়ার বেপারীর ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, রবিবার রাত ৯টার দিকে বাবার কাছে হাত খরচের টাকা চায় সোহাগ। টাকা না পেয়ে রাগ করে বাসা থেকে বের হয়। এরপর রাত ১২টায়ও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। পরে পাশে থাকা
ভাড়াটিয়া বাসায় গিয়ে ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
স্থানীয় সাইফুল ইসলাম পান্না মোল্লা বলেন, ‘সোহাগ এর আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো।’ স্বপন শিকদার বলেন, ‘সোহাগের মানসিক অবস্থা ভালো ছিলো না।’
মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, ‘রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।