দর্পণ ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও বিয়ে করছেন বলে শোবিজে জোর আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। এবার সেই আলোচনা যেন নতুন মাত্রা পেল। একটি গোপন সূত্রে জানা গেছে, গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। ওই নেতার সঙ্গে মাহির গায়ে হলুদের পোশাকে একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলেছে। আগের স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরের ওই ব্যবসায়ীর সঙ্গে মাহির বিয়ের গুঞ্জন ওঠে। সে সময় মাহি সংবাদমাধ্যমকে বলেন, বিয়ে হয়নি, আমরা কেবল ভালো বন্ধু। সেই গুঞ্জন এখন আরও ডালপালা গজিয়ে সামনে আসছে। এরই মধ্যে মাহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি। কি সেই সারপ্রাইজ এখন তা নিয়ে চলছে আলোচনা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.