অনলাইন ডেস্ক : ঈদ উদযাপনে ঢাকা থেকে নওগাঁয় গ্রামের বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নানা-নাতনি। সোমবার সকাল সাতটার দিকে মান্দা উপজেলার ভোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নানা ইব্রাহিম হোসেন (৬৫) ও নাতনি নাম রোকেয়া আক্তার মিতা (১৪)। এছাড়া আহত হয়েছেন দুইজন। তাদেরকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মান্দা থানার ওসি আনিসুর রহমান সমকালকে বলেন, ঢাকা থেকে দূরপাল্লার বাসে নাওগাঁয় পৌঁছে সিএনজিচালিত অটোরকিশায় মান্দায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ভোলা বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তারা।