অনলাইন ডেস্ক : সদ্যই পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের অানুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর। সেই রেশ এখনও কাটেনি।

স্বামী সংসার নিয়ে এখনও ভীষণ ব্যস্ত নায়িকা। এর মধ্যে গানও গেয়ে ফেললেন তিনি!

হ্যাঁ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের দিকে নজর রাখলেই সে বিষয়ে ধারণা পাওয়া যায়। কিন্তু টুইটার অ্যাকাউন্টে যে গানটি তিনি প্রকাশ করেছন তা আসলে কাকে নিয়ে!

আনন্দবাজার পত্রিকা বলছে, এবার ‘কুছ না কহো…’ গেয়ে ফেললেন অভিনেত্রী। কিন্তু তা রাজের জন্য নয়। তা হলে অন্য কার জন্য গান গাইলেন শুভশ্রী?

টুইটারে প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, তার কোলে রয়েছে এক শিশু। আর তাকে কোলে নিয়েই এই গানটি গাইছেন তিনি।

কিন্তু অবাক হওয়ার আরও বোধহয় বাকি রয়েছে ভক্তদের। কারণ এই ভিডিওর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে বেবি… শুভ মা লভস্ ইউ আ লট।’

শিশুটির পরিচয় জাানা না গেলেও তার সঙ্গে যে নায়িকার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ তা স্পষ্ট।