
দর্পণ ডেস্ক : জাপানে তুষারপাতের কারণে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাতের কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়। খবর সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, জাপানের বৃহৎ দুটি উড়োজাহাজ পরিষেবা সংস্থা অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। রোববার স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত ৭৭টি ফ্লাইট বাতিল হওয়ায় ৫ হাজারের বেশি যাত্রী দুর্ভোগে পড়েন। সামনের দিনগুলোয় আরো ফ্লাইট বাতিল হতে পারে বলে জানিয়েছেন জাপানের অল নিপ্পন এয়ারলাইন্সের (এএনএ) অপারেশনস ডিরেক্টর ইউতাকা কিতাহারা।
জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোয় ভারী তুষারপাত এখনো অব্যাহত রয়েছে, যে কারণে আরো ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। জাপান এয়ারলাইনস কোম্পানির অপারেশনস বিভাগের এক প্রতিনিধি জানান, তারা এরই মধ্যে ৩৫টি ফ্লাইট বাতিল করেছেন। এতে ১ হাজার ৮১০ জন যাত্রী দুর্ভোগে পড়েন।