দর্পণ রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর খন্দকার আবুল কালামকে সভাপতি ও দৈনিক দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদারকে সাধারণ সম্পাদক করে কলাপাড়া সমিতি, ঢাকা’ এর কার্যনির্বাহী কমিটি-২০২২-২০২৪ গঠন করা হয়েছে।

সমিতির প্রতিষ্ঠাতা পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এর উপস্থিতিতে তার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে গত ২১ জানুয়ারি ২০২১ শুক্রবার সমিতির বার্ষিক সাধারণ সভায় ত্রি-বার্ষিক মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি রাফসান মাহমুদ, এসএম মনিরুল ইসলাম ও মোঃ মাজহারুর রহমান (রেমন), সহ সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম আজাদ, অর্থ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আফজাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সমাজ কল্যণ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, মোঃ ইয়ামিন ও মোঃ আমিনুর রহমান।