লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোররে লালপুরে মোহাম্মদ জুয়লে আলী (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৪ মার্চ) ভোর রাতে উপজলোর ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে । ওই যুবক দিলালপুর গ্রামের সাকিম আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতবিার রাত্র আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে দিলালপুর বাজার থকেে বাড়ি ফেরার পথে কে বা কারা জুয়েলকে ধরে নিয়ে পায়ের রগ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তার বাড়ির উত্তর পাশে ফসলের মাঠে তাকে ফেলে রেখে যায় বলে জানা গেছে। শুক্রবার ভোরে স্থানীয় লোকজন দেখে তাকে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকরে লাশ উদ্ধার করে নিয়ে যায় লালপুর থানা পুলিশ।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.