রোববার বিজিএমইএ এর চট্টগ্রামের সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, এ বিষয়ে তথ্য চেয়ে বিজিএমইএ একটি সার্কুলার প্রদান করেছে। সব তথ্য পাওয়ার পর ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাবে।
গতকাল রাতে গণমাধ্যমকে তিনি বলেন, বিএমের ডিপোতে রফতানি বোঝাই কন্টেইনারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতগুলো কন্টেইনারে পুড়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, রফতানি পণ্য বোঝাই (আরএমজি পণ্য ও হিমায়িত খাবার) কন্টেইনারের প্রায় ৮০০ টিইইউ (২০ ফুট সমতুল্য ইউনিট) এবং আমদানি করা পণ্য বোঝাই ৫০০টি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় তিন হাজার খালি কন্টেইনার ডিপোতে রয়েছে।